রাইস কুকারের দাম কত ২০২৪ - রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

বর্তমানে রাইস কুকারের দাম কত সে সম্পর্কে আইডিয়া নিতে চাইলে এই পোস্টটি পুরোটা পড়ুন। এই পোস্টে আমরা সকল ব্র্যান্ডের রাইস কুকারের দাম কত ২০২৪ উল্লেখ করার পাশাপাশি সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি সে বিষয়টিও বাজার চাহিদার প্রেক্ষিতে তুলে ধরব। তাই রাইস কুকারের দাম কত কিংবা রাইস কুকার কেনার আইডিয়া নেওয়ার জন্য এই পোস্টটি আপনাদের দারুন সহায়ক হবে।
রাইস কুকারের দাম কত - রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

বিদ্যুৎ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ২ থেকে ৩ কেজি চালের ভাত রান্না করার জন্য রাইস কুকারের কোন বিকল্প নেই। অল্প সময়ে ঝরঝরা ভাত রান্না করার জন্য তাই বর্তমানে সবার প্রায়োরিটির শীর্ষে রয়েছে রাইস কুকার। কম বেশি সব বাড়িতেই এখন ভাত রান্নার কাজে রাইস কুকার ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে কোন ব্র্যান্ডের রাইস কুকারের দাম কত, সে সম্পর্কে সুস্পষ্ট আইডিয়া দেওয়ার জন্য সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী আজকের পোস্টটি সাজিয়েছি। সুতরাং রাইস কুকারের বর্তমান দাম কত সে সম্পর্কে জানতে পুরো পোস্টটি এখনই পড়ে নিন।

পোস্ট সূচিপত্র - রাইস কুকারের দাম কত ২০২৪ - রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ - Rice Cooker Price in Bangladesh 

রাইস কুকার ব্যবহারের নিয়ম 

রাইস কুকারের দাম কত সেটি জানার পূর্বে সতর্কতার অংশ হিসেবে রাইস কুকার ব্যবহারের নিয়মটি জেনে রাখা গুরুত্বপূর্ণ। কারণ বৈদ্যুতিক জিনিস ব্যবহারের সঠিক নিয়ম না জানা থাকলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই রাইস কুকার ক্রয় করার পূর্বে অবশ্যই ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে রাইস কুকার ব্যবহারের নিয়ম শিখে নিবেন। এছাড়াও রাইস কুকার ক্রয় করার পরে প্যাকেটের ভেতর ম্যানুয়াল বই পাবেন। সেই ম্যানুয়াল বই দেখেও রাইস কুকার ব্যবহারের নিয়ম শিখে নিতে পারবেন।

ওয়ালটন রাইস কুকারের দাম কত ২০২৪ | ওয়ালটন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এর রাইস কুকার গুলোর চাহিদা এর গুণগত মান, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতা এবং ভাত ধারণ ক্ষমতার জন্য দিনকে দিন বেড়েই চলেছে। মাত্র ২,০০০/- টাকা থেকে শুরু করে ৬-৭ হাজার টাকার ওয়ালটন রাইস কুকার বাজারে পাওয়া যায়। আকার ভেদে রাইস কুকার গুলোর দামে পার্থক্য হয়ে থাকে।

কম দামে ওয়ালটন রাইস কুকার:

যারা একটু কম দামে ২,০০০ থেকে ২,৫০০ টাকার ভেতরে একটি ভাল মানের রাইস কুকার ক্রয় করতে চাচ্ছেন, তাদের সুবিধার্থে এখন বেশ কিছু মডেলের ওয়ালটন রাইস কুকারের দাম সম্পর্কে আইডিয়া দেব। এই রাইস কুকার গুলো আপনি এক বছরের ওয়ারেন্টি সহকারে অল্প দামে পেয়ে যাবেন। 

  • একটি বাজেট ফ্রেন্ডলি মডেল WRC-SGAWRC-SG এর মূল্য ২,৬৯০/- টাকা।
  • অত্যন্ত জনপ্রিয় WRC-SGAE18 মডেলটির বর্তমান বাজার দাম ২৬৯৫/- টাকা।
  • WRC-SGAE180 ওয়ালটন রাইস কুকার এর দাম  ২,৬৮০/- টাকা।
  • পূর্ববর্তী মডেল এর সাথে রিলেটেড WRC-CSSE180 এর দাম ২,৬৯০/- টাকা।
  • WRC-SGAE18 নামক মডেলটির বর্তমান মূল্য  ২,৬৯০/- টাকা
  • WRC-SGAH18 মডেলটির বর্তমান দাম দাম ২,৯৯০/- টাকা।
  • WRC-CSS180 (1.8L) ধারণ ক্ষমতা সম্পন্ন রাইস কুকারটির দাম ২,৮৯০/- টাকা।
  • WRC-CSSE220 নামক এই মডেলটি বর্তমানে বাজারে দাম ৩,১৯০/- টাকা।
  • WRC-SGA280 (2.8L) ধারণক্ষমতা সম্পন্ন রাইস কুকারটির বর্তমান দাম ২,৫৫০/- টাকা।
  • WRC-SGAE22 মডেলের এই রাইস কুকারটি সর্বশেষ বাজার মূল্য অনুযায়ী ৩,০৯০/- টাকাতে পেয়ে যাবেন।
  • WRC-SGAE220 নামক এই রাইস কুকারের দাম ৩,১৯০/- টাকা।
  • সর্বশেষ আরো একটি মডেল WRC-DCSM18 এর মূল্য ৩,১৯০/- টাকা।

ওয়ালটন রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ:

এবার ১.৮ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়ালটন রাইস কুকার গুলোর দাম কেমন, সে সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। তবে চলুন ওয়ালটন রাইস কুকার 1.8 লিটার দাম কত ২০২৪ তা জেনে ফেলি। এই তালিকার সবগুলো রাইস কুকারই ১.৮ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। 

  • মডেল- WRC-SGAE18 এবং বর্তমান বাজার মূল্য  ২,৬৯০/- টাকা।
  • মডেল- WRC-SGAE180 এবং বর্তমান  দাম ২,৬৯০/- টাকা।
  • মডেল- WRC-SGAE22 এবং বর্তমান বাজারে ক্রয় মূল্য  ৩,০৯০/- টাকা।
  • মডেল WRC-SGAE220 এবং বর্তমান বাজার দাম  দাম ৩,১৯০/- টাকা।
  • মডেল- WRC-DCSM18 এবং বর্তমান দাম  ৩,১৯০/- টাকা। 

ওয়ালটন রাইস কুকার 2.8 লিটার, ৩ লিটার ও দামী মডেল এর দাম: Walton rice cooker price in Bangladesh 

একটু বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ২.৮ লিটার থেকে ৩ এবং ৫ লিটার ক্ষমতা সম্পন্ন ওয়ালটন রাইস কুকারগুলোর দাম কেমন এবার সেই আইডিয়া দেব। ইতোমধ্যে আপনারা ওয়ালটন রাইস কুকারের দাম কত সে সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। এই তালিকায় এবার ২.৫ ও ৩-৫ লিটার ওয়ালটন রাইস কুকারের দাম তুলে ধরা হলো। সেই সাথে দামী রাইস কুকারের দামও জেনে যাবেন।

  • মডেল WRC-SGA280 ( 2.8L ) এবং দাম ২,৫৫০/- টাকা।
  • মডেল WRC-CSSE300 (৩ লিটার) এবং দাম ৩,৫৯০/- টাকা।
  • মডেল WRC-CANDY3.0 এবং বর্তমান দাম ৫,১৯০/- টাকা।
  • মডেল WRC-SGAE300 এবং দাম ৩,৫৯০/- টাকা।
  • মডেল WRC-PAPE28 এবং দাম ৪,৯৯০/- টাকা।
  • মডেল WRC-DCSM28 এবং দাম ৪,২৯০/- টাকা।
  • মডেল WRC-CANDY2.0 এবং দাম ৪,৫৯০/- টাকা।

অতএব, রাইস কুকারের দাম কত ওয়ালটন সে সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ একটি আইডিয়া পেয়ে গেলেন। ওয়ালটন অত্যন্ত ভালো মানের রাইস কুকার। তাই নির্দ্বিধায় বাজার থেকে ওয়ালটনের রাইস কুকারের যেকোনো একটি মডেল ক্রয় করতে পারেন। 

ভিশন রাইস কুকারের দাম কত ২০২৪ | ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশের অন্যতম সেরা ব্রান্ড ভিশন রাইস কুকারের দাম কত এবার সে বিষয়টি আলোচনা করব। অনেকের বাসাতেই ভিশন ব্রান্ডের রাইস কুকার দেখা যায়। এবার বিভিন্ন মডেলের ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ তুলে ধরা হলো।

আরও পড়ুনরুম হিটারের দাম কত | সব ব্রান্ডের রুম হিটার প্রাইস ২০২৪

  • মডেল Vision RC- 3.0 L 50-05 SS Red (Double Pot) এবং বর্তমান বাজার দাম ৩,২৮০/-  টাকা। 
  • মডেল Vision RC- 1.8 L REL-40-06 SS Red (Double Pot) এবং বর্তমান বাজার মূল্য  ২,৭৫০/- টাকা।
  • মডেল Vision RC-1.8L REL-40-06 SS-Red-Single Pot-Regular এবং বর্তমান বাজার মূল্য ২,২৮০/- টাকা
  • মডেল  Rice Cooker RC- 3.0L REL-50-05 SS Red এবং বর্তমান বাজার মূল্য ৩,২৮০/- টাকা।

নোভা রাইস কুকারের দাম কত ২০২৪ | নোভা রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

রাইস কুকার এর জগতে নোভা একটি বিশ্বস্ত নাম। এই ব্র্যান্ডের রাইস কুকার গুলো দামে কম এবং মানে টেকসই হওয়ায় অনেকেই এটি পছন্দ করে থাকেন। বর্তমান বাজার দর অনুযায়ী নোভা রাইস কুকারের দাম কেমন সে সম্পর্কে এখন নিম্নে একটি তালিকা প্রদান করব। 

  • মডেলের নাম  Rice Cooker (2.8 Litre) এবং বর্তমান বাজার দাম ২,৭৯০/- টাকা।
  • মডেলের নাম  Rice Cooker NV-75 SS (3.0 Ltr) এবং বর্তমান বাজার মূল্য ২,৬০০/- টাকা। 
  • মডেলের নাম  Black Berry Deluxe Rice Cooker এবং বর্তমান বাজার মূল্য মাত্র ২,১০০/- টাকা। 
  • মডেলের নাম  Rice Cooker NV-65 E (2.8  L) এবং বর্তমান বাজার মূল্য মাত্র ২,৬৫০/- টাকা। 
  • মডেলের নাম  Cooker Nova Black Berry এবং বর্তমান বাজার দাম ২,৩০০/- টাকা।

কিয়াম রাইস কুকারের দাম কত ২০২৪ | কিয়াম রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

বর্তমানে রাইস কুকার গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় রাইস কুকার ব্র্যান্ড হলো কিয়াম। অল্প দামে ভালো মানের রাইস কুকার কিনতে চাইলে আপনার প্রথম পছন্দ হতে পারে কিয়াম। তবে চলুন দেরি না করে কিয়াম ব্র্যান্ডের বিভিন্ন মডেলের রাইস কুকারের দাম সম্পর্কে আইডিয়া নিয়ে ফেলি।

  • মডেলের নাম  DOUBLE POT FULL BODY RICE COOKER (1.8) এবং এর বর্তমান বাজার দাম মাত্র  ২,৪৫০/- টাকা। 
  • মডেল নাম Kiam DRC-9702 Double Pot Drum Rice Cooker (1.8L) এবং এর দাম মাত্র ২,৬৫০/- টাকা।
  • মডেলের নাম  704 2.8L single pot non stick rice cooker এবং যার বর্তমান বাজার মূল্য ২,৫৫০/- টাকা ।
  • মডেলের নাম  Rice Cooker Delux Full Body DJB-202 (1.8L) এবং এর বর্তমান বাজার মূল্য ২,১০০/- টাকা ।
  • মডেল Kiam DJBS-302 Rice Cooker (1.8 L) যার বর্তমান ক্রয় মূল্য মাত্র ২,০৯০/- টাকা।

এলজি রাইস কুকারের দাম কত |  LG রাইস কুকার এর দাম 

এখন পর্যন্ত যতগুলো রাইস কুকারের,ব্রান্ডের নাম শুনেছেন তাদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হলো এলজি। lg কোম্পানি সম্প্রতি বেশ কিছু আকর্ষণীয় মডেলের রাইস কুকার বাজারে ছেড়েছে। চলুন lg ব্যান্ডের রাইস কুকার গুলোর মূল্য তালিকা দেখে ফেলি।

  • মডেল LG Blue Magic Rice Cooker 3.2 Liter model-031 এবং এর বর্তমান মূল্য ৪,৭০০/- টাকা।
  • মডেলের নাম  Rice Cooker 1.8 ltr (double pot) এবং এর বর্তমান মূল্য ২,৫৮০/- টাকা।
  • মডেল  Stainless Steel Rice Cooker এবং এর বর্তমান বাজার মূল্য ২,১৫০/- টাকা। 
  • মডেলের নাম  Rice Cooker (1.8 ltr) এবং যার বর্তমান বাজার মূল্য ২,২৪০/- টাকা।
  • মডেলের নাম 1.0L LG Blue Magic Rice Cooker এবং এর বর্তমান বাজার মূল্য মাত্র ১,৯৫০/- টাকা।

মিয়াকো রাইস কুকারের দাম কত ২০২৪ | মিয়াকো রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

দৈনন্দিন জিনিসপত্রের একটি স্বনামধন্য ব্র্যান্ড হলো মিয়াকো। এই ব্রান্ডটি সম্প্রতি বেশ কিছু ভালো মানের রাইস কুকার বাজারে নামিয়েছে। দামে একটু বেশি হলেও মিয়াকো রাইস কুকার গুলো বেশ টেকসই হয়ে থাকে। আপনাদের বাজেট যদি ৪ হাজার টাকার উপরে হয়ে থাকে তবে অবশ্যই মিয়াকো রাইস কুকার কিনতে ভুলবেন না। চলুন নিচে থেকে মিয়াকো ব্রান্ডের রাইস কুকার গুলোর দাম জেনে ফেলি। 

  • মডেল  Rice Cooker DMD (2.8 Liter) এবং এটিরও বাজার মূল্য ৪,৬০০/- টাকা।
  • মডেলটির নাম  Rice Cooker MCM - 508 এবং এর মূল্য ৫,০০০/- টাকা ।
  • মডেলের নাম  Rice Cooker ASL-702 (3.6 Ltr) এবং বর্তমান বাজার মূল্য ৪,৬০০/- টাকা। 
  • মডেলটির নাম  Rice Cooker ASL-602 (2.8 Ltr) এবং এর বর্তমান বাজার মূল্য ৪,৯১০/- টাকা। 
  • মডেল Miyako Rice Cooker Rose (3 Liter) এবং এর বর্তমান বাজার দর ৪,৮০০/- টাকা। 

সিঙ্গার রাইস কুকারের দাম কত | সিঙ্গার রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

singer ব্রান্ডের সেলাই মেশিন বাংলাদেশে খুবই প্রসিদ্ধ। ইদানিং সিঙ্গার ব্র্যান্ডের রাইস কুকার গুলো ধীরে ধীরে  জনপ্রিয়তা অর্জন করছে। চলুন সিঙ্গার রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ কেমন তার তালিকাটি দেখে ফেলি।

আরও পড়ুন: গিয়ার সাইকেল দাম কত বাংলাদেশ ছবিসহ ২০২৪

  • মডেলের নাম - SINGER Rice Cooker (1.8L) SRCDB9918PRIME (Double Pot) যার বর্তমান বাজার মূল্য ৩,৩৯০/- টাকা ।
  • মডেল নাম - Rice Cook SRCDB2800AMMO-PRO (Double Pot) যার বর্তমান বাজার তার ৩,৬৯০/- টাকা।
  • মডেলের নাম - Rice Cooker 2.8L-SRCDB888CHAMP (Double Pot) এবং এর মূল্য ৩,০৯০/- টাকা। 
  • মডেলটির নাম - Rice Cooker 2.8L (SRCDB888CHAMP) এবং এর বর্তমান বাজার মূল্য ৩,৪১০/- টাকা। 
  • মডেলের নাম- Singer Rice Cooker (2.8L) (SRCDB2800AMMO-PRO) এবং এটির বর্তমান বাজার মূল্য ৩,৮৯০/- টাকা। 

আরএফএল রাইস কুকারের দাম কত | আরএফএল রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

বন্ধুরা ইতোমধ্যে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের  রাইস কুকারের বর্তমান দাম কত এ সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আমাদের অতি পরিচিত আরএফএল এর রাইস কুকার গুলোর দাম কেমন সে সম্পর্কে ধারণা নিন। পূর্বে উল্লেখিত ভিশন কোম্পানির রাইস কুকারগুলোর দামই মূলত আর এফ এল রাইস কুকার গুলোর দাম। কারণ আরএফএল কোম্পানির আন্ডারেই ভিশন রাইস কুকারগুলো বাজারজাত করা হয়। সকল ব্রান্ডের রাইস কুকারের দাম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য পোস্টটি শুরু থেকে পুনরায় পড়ুন।

ছোট রাইস কুকারের দাম কত | মিনি রাইস কুকারের দাম কত 

আপনি ওয়ালটন, নোভা, শিমিজু, কিয়াম সহ বিভিন্ন ব্র্যান্ডের ছোট ছোট রাইস কুকার অল্প দামে ক্রয় করতে পারবেন। ছোট বলতে সাধারণত ১.৮ লিটার মাপটিকে বোঝানো হয়। এছাড়াও মাঝারি আকৃতির দুই থেকে তিন লিটার রাইস কুকারও বাজারে এভেলেবল পাওয়া যায়। পরিবারের সদস্য কম হলে মিনি রাইস কুকার ১.৮ লিটার মাপেরটি ক্রয় করতে পারেন। যেকোনো ব্রান্ডের মিনি রাইস কুকারের দাম গড়ে ২,০০০/- থেকে ৩,০০০/- টাকার মধ্যে হয়ে থাকে। লোকাল মার্কেটে আপনি দামাদামি করে সে সকল ছো রাইস কুকার ক্রয় করতে পারবেন।

সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি?

রাইস কুকার কেনার পূর্বে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি হবে। আমার মতে বিদ্যুৎ সাশ্রয়ী রাইস কুকার গুলো সাধারণত ভালো মানের রাইস কুকার হয়ে থাকে। বিদেশি নামিদামি ব্রান্ডের রাইস কুকার গুলো টেকসই ভালো হয় কিন্তু বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়। সেক্ষেত্রে আপনি ওয়ালটন, নোভা এবং শিমিজু ব্র্যান্ডের রাইস কুকার কিনতে পারেন। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই রাইস কুকার গুলোতে বিদ্যুৎ খরচ কিছুটা কম হয়। তবে ৩ হাজার থেকে ৪০০০/- টাকার মধ্যে সকল ব্র্যান্ডের রাইস কুকারই ভালো বলা চলে। 

শেষ মন্তব্যঃ সকল ব্রান্ডের রাইস কুকারের দাম কত ২০২৪ - Rice Cooker Price in Bangladesh 

বন্ধুরা আজকের সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমরা বাংলাদেশের বাজারে প্রচলিত নোভা, ওয়ালটম, কিয়াম, মিয়াকো, সিঙ্গার, আরএফএল, এলজি সহ প্রায় সকল ব্রান্ডের বিভিন্ন মাপের বিভিন্ন মডেলের রাইস কুকারের দাম কত ২০২৪ সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি রাইস কুকার ক্রয় করার পূর্বে এই পোস্টটি থেকে আপনারা রাইস কুকারের প্রাইস সম্বন্ধে দারুন আইডিয়া পাবেন। পোস্টটি উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দামের আইডিয়া জানতে নিয়মিত এই ওয়েবসাইটে নজর রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Rubel
    Rubel 6 May 2024 at 03:22

    wow

এই পোস্টে কমেন্ট করতে এখানে ক্লিক করুন

অনির্বাণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url